Site icon Jamuna Television

বাংলার মা-মাটি-মানুষকে নিয়ে খেলার দিন শেষ: মোদি

বাংলার মা-মাটি-মানুষকে নিয়ে খেলার দিন শেষ হয়েছে, এবার শুরু হবে আসল পরিবর্তন। কলকাতার ব্রিগেড ময়দানের মহা-সমাবেশে এ মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস নষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ওপর ভরসা করে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলার মানুষের। বলেন, দুর্নীতির খেলা চলছে বাংলাজুড়ে। তিনি হুমকি দেন- যা লুটতরাজ চালানো হয়েছে; বিজেপি ক্ষমতায় এলে কড়ায়গণ্ডায় সেসবের হিসাব নেয়া হবে। এ সময় মোদি অনুপ্রবেশ প্রসঙ্গও টেনে আনেন। বলেন- যেকোনো মূল্যে অনুপ্রবেশকারীদের ঠেকানো হবে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর ব্রিগেডের এ সমাবেশ দিয়েই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করলেন মোদি। রাজ্য বিজেপির দাবি, সমাবেশে ২০ লাখের বেশি মানুষ যোগ দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version