Site icon Jamuna Television

কারা হেফাজতে সু চি’র দলীয় নেতার মৃত্যু

মিয়ানমারে কারা হেফাজতে মারা গেলেন সু চি’র দল- এনএলডি’র নেতা খিন মং লাত। পরিবারের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ৫৮ বছর বয়সী খিন মং ইয়াঙ্গুনের স্থানীয় চেয়ারম্যান।

গেলো শনিবার জান্তাবিরোধী বিক্ষোভের সময় তাকে আটক করা হয়। সেদিন রাতেই মৃত্যু হয় এ রাজনীতিকের। সহযোগী খিন স্যান জানান, সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সেখান থেকে যে ছবি পাওয়া গেছে তাতে মাথার পেছনে ও পিঠে গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট।

চিকিৎসকদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এনএলডি’র নেতাদের দাবি, কারাগারে নিপীড়নের কারণেই এ মৃত্যু। যদিও এ ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেব্রুয়ারির ১ তারিখে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় জান্তা। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল দেশটি।

ইউএইচ/

Exit mobile version