Site icon Jamuna Television

সুইজারল্যান্ডে নেকাব নিষিদ্ধ

নেকাব নিষিদ্ধের রায় দিলো সুইজারল্যান্ড। রোববারের গণভোটে সামান্য ব্যবধানে প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের বিতর্কিত প্রস্তাব পাস হয়।

দেশটির নিয়ম অনুসারে, যেকোনো ইস্যুতে ১ লাখ মানুষ স্বাক্ষর প্রদান করলে সেই প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে ৫১ দশমিক দুই শতাংশ মানুষ প্রস্তাবটির পক্ষে রায় দেন। বিরোধিতা করেন ৪৮ দশমিক ৮ ভাগ মানুষ। দেশটির ২৬টি প্রশাসনিক অঞ্চলের ছয়টিতে বেশিরভাগ মানুষ এই প্রস্তাব সমর্থন করেননি।

যার মধ্যে রয়েছে, বড় তিনটি শহর জুরিখ, জেনেভা ও বাসেল। এছাড়া, রাজধানী বার্নের বেশিরভাগ মানুষ পোশাকটি নিষিদ্ধের বিপক্ষে ছিলেন। এরফলে কোনো নারী জনসমক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন না। রেস্টুরেন্ট, স্টেডিয়াম, গণপরিবহণ, রাস্তায় হাটার সময়ও মুখ খোলা রাখতে হবে। তবে, ধর্মীয় উপাসনালয় এবং স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। তার মানে, করোনা থেকে রক্ষায় মাস্ক পরতে সমস্যা নেই।

ইউএইচ/

Exit mobile version