Site icon Jamuna Television

ইকুয়াটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

মধ্য আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ২০ জনের। রোববারের এই দুর্ঘটনায় আরও ৬শ’ মানুষ আহত হয়েছেন।

প্রেসিডেন্ট দফতরের তথ্য অনুসারে, বাটা শহরের একটি সেনা ব্যারাকের কাছেই হয় জোরালো এ বিস্ফোরণ। সেখানে ডায়নামাইট মজুদ করছিলো একটি শ্রমিক দল। কিন্তু, অবহেলার কারণে বিস্ফোরিত হয় ডায়নামাইট। এতে ব্যারাক ও আশপাশের ঘরবাড়ি ধ্বসে পড়ে।

সরকারি উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হলেও ধারণা করা হচ্ছে- অনেক বাসিন্দা এখনো ধ্বংসস্তূপের নীচে আটকা রয়েছে। হাসপাতালগুলোয় দগ্ধ-আহত রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে কোভিড-নাইনটিনের চিকিৎসার জন্য ব্যবহৃত স্বাস্থ্যকেন্দ্রগুলো ব্যবহার করছে প্রশাসন।

ইউএইচ/

Exit mobile version