Site icon Jamuna Television

সাতক্ষীরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই তার আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

রোববার রাত ১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনতাজ মলিক (৩৫)। সে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জগনান্দকাটি গ্রামের আব্দুল মজিদ মলিকের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তার ছোট ছেলে মনতাজ মলি­ক পাটকেলঘাটা বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করে। তার সাথে আমার বড় ছেলে শাহজান মলিকের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। রোববার রাত ১টার দিকে ছোট ছেলে মনতাজ মলি­ক দোকান বন্ধ করে পাটকেলঘাটা বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জগনান্দকাটি গ্রামে বড় ছেলে শাহজান মলি­কের বাড়ির সামনে পৌঁছালে মনতাজকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শাহজান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা নেয়ার পথে সে মারা যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

ইউএইচ/

Exit mobile version