Site icon Jamuna Television

অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে নারীদের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধিকার আদায়ে যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নারীর সুরক্ষা নিশ্চিতে নানা আইন প্রণয়ন করেছে সরকার। অর্থাভাবে যেন নারীরা আইনি সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থাও করা হচ্ছে। নারীর সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতার দেখানো পথেই চলছে নারী উন্নয়নের কার্যক্রম।

ইউএইচ/

Exit mobile version