Site icon Jamuna Television

ইপিএল ডার্বিতে দুর্দান্ত জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগ ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটিজেনদের মাঠে ম্যানসিটিকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয়ের ফলে টানা ১৯ ম্যাচ পরে হারের স্বাদ পেলো ম্যানসিটি।

ম্যাচ শুরু হতে না হতেই নিজেদের বক্সে গ্যাব্রিয়েল হেসুস ফাউল করে বসেন মার্শিয়ালকে। স্পট কিক থেকে ব্রুনো ফার্নান্দেস এগিয়ে নেন ইউনাইটেডকে। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গোল করে বসে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের বয়স যখন ৫০, তখন লুক শ’র গোলে ২-০’তে এগিয়ে যায় ইউনাইটেড। ১৯ ম্যাচ পর হারের স্বাদ পায় পেপ গার্দিওলার দল। হারলেও ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে সিটি।

Exit mobile version