Site icon Jamuna Television

আজ নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিবেন মমতা ব্যানার্জি

আজ নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেলে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ইশতেহার ঘোষণা।

সকালে নির্বাচনী প্রচারণা চালিয়ে, স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী যাবেন হলদি। সেখানকার, মহকুমা শাসকের দফতরে তিনি ২টার দিকে মনোনয়ন জমা দিবেন। এরপরই হেলিকপ্টারে ফিরবেন কলকাতায়। আজই তার বাড়ি থেকে দেয়া হবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার।

এ বছরের বিধানসভা ভোটের আগে কী নতুন প্রতিশ্রুতি দেয় তৃণমূল, সেটার জন্যেই অপেক্ষা রাজ্যবাসীর। কারণ, নির্বাচনী লড়াইয়ে এবার শক্ত প্রতিদ্বন্দ্বী কেন্দ্রের ক্ষমতাসীন- বিজেপি। একইদিন, নন্দীগ্রামে দলটির প্রার্থী শুভেন্দু অধিকারী বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন।

ইউএইচ/

Exit mobile version