Site icon Jamuna Television

দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা আসবেন ঢাকায়: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ এশিয়ার ৪ শীর্ষ নেতা আসবেন ঢাকায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ফাইল ছবি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, বিদেশী অতিথিরা ঢাকা ও ঢাকার বাইরে যেখানেই যাবেন কঠোর গোয়েন্দা নজরদারী করা হবে। তিনি আরও বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সব প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এবং বড় ধরনের জনসমাগম করা হবে না বলেও জানান তিনি। ১৭ থেকে ২৬ মার্চ মোট ১০ দিন ব্যাপী উদযাপন করা হবে এই অনুষ্ঠান।

Exit mobile version