Site icon Jamuna Television

সিসি ক্যামেরায় অপহরণের দৃশ্য! ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু সুমাইয়া

সিসি ক্যামেরায় অপহরণের দৃশ্য! ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু সুমাইয়া

গাজীপুরে অপহরণের ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি তিন বছরের শিশু সুমাইয়া। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর পূর্ব কলম্বেশর এলাকায় বাসার সামনে খেলতে গিয়ে অপহৃত হয় সুমাইয়া। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছে মাস্ক পরা এক যুবক। এর আগে ঐ যুবককে রাস্তায় ঘোরাফেরা করতেও দেখা যায়।

এ ঘটনায় গতরাতে থানায় অপহরণ মামলা করে পরিবার। একমাত্র কন্যার খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় বাবা-মা।

এর আগে, একই এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে হত্যা করে অপহরণকারী চক্র।

Exit mobile version