Site icon Jamuna Television

টং দোকানে চা বানিয়ে খাওয়াচ্ছেন মমতা!

টং দোকানে চা বানিয়ে খাওয়াচ্ছেন মমতা!

ভোটারদের মন জয়ে কতোকিছুই না করেন প্রার্থীরা! এবার, টং দোকানে চা বানিয়ে; কাপে পরিবেশন করে নজর কাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিভিন্ন ধর্মীয় স্থাপনা-মন্দির-মাজারে প্রচারণা চালান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সব ধর্ম-বর্ণের মানুষের সাথে করেন জনসংযোগ। তারই এক ফাঁকে, জানকীনাথ মন্দিরে যাওয়ার পথে ঢুকে পড়েন এক চায়ের দোকানে। হাতে তুলে নেন কেটলি। চা বানিয়ে উপস্থিত সবার হাতে তুলে দেন কাপ। ঘরের মেয়েকে আপন পরিবেশে পেয়ে খুশি নন্দীগ্রামও।

Exit mobile version