Site icon Jamuna Television

বাংলাদেশের উন্নয়ন বিশ্বজুড়ে প্রশংসিত হলেও বিএনপির চোখে পড়ে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন বিশ্বজুড়ে প্রশংসিত হলেও বিএনপির চোখে পড়েনা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের আমলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশ্বজুড়ে প্রশংসিত হলেও বিএনপির চোখে পড়েনা। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। যেকোন অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, কেউ টাকা দিলেই তাকে নেতা বানাবে না আওয়ামী লীগ।

Exit mobile version