Site icon Jamuna Television

খালেক হত্যার দায়ে পুত্র, কন্যা, জামাতা এবং স্ত্রী গ্রেফতার

পিতাকে হত্যার দায়ে পুত্র, কন্যা ও জামাতা এবং স্ত্রীকে গ্রেফতার

থানায় নিখোঁজের জিডি করতে গিয়ে ধরা পড়লো স্ত্রী-সন্তানের হাতে খুন হয়েছেন আব্দুল খালেক নামে এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নওগাঁর পোরশায়।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে স্বামী খালেককে হত্যার পরিকল্পনা করেন ফাহিমা খাতুন। পরিকল্পনা অনুযায়ী ছেলে-মেয়ে এবং জামাই একমাস আগে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। সেটি পাওয়া যায় পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে।

পরে বেওয়ারিশ হিসেবে সেখানেই দাফন করা হয় খালেককে। ঘটনার একমাস পর বাবা নিখোঁজের জন্য ছেলে জিডি করতে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্ত্রী এবং ছেলে-মেয়ে ও জামাই হত্যার কথা স্বীকার করে।

Exit mobile version