Site icon Jamuna Television

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনিকে

আইসিরির প্রধান নির্বাহী মানু সোহনিকে বাধ্যতামূলক ছুটিতে যেতে বলা হয়েছে। তার কার্যকলাপে আইসিসির কর্মীদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেওয়ায় বিষয়টি খতিয়ে দেখছে অডিট কমিটি। গেল ফেব্রুয়ারিতে প্রাইস ওয়াটার হাউস কুপার্স নামের একটি প্রতিষ্ঠান অডিট শুরু করে।

৮৫ জন বর্তমান ও সাবেক কর্মচারির সাথে কথা বলে তারা। যেখানে আইসিসি’র কর্মীদের মধ্যে দু’টি ভাগ দেখা যায়। মানু সোহনির কার্যক্রমে অসন্তুষ্ট ছিল বেশির ভাগ কর্মী।

ডেভিড রিচার্ডসন বিদায় নেয়ায়, ২০১৯ বিশ্বকাপের পর আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক মানু সোহনি।

Exit mobile version