Site icon Jamuna Television

টোকিও অলিম্পিকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না, বিদেশি দর্শকদের

২০২১ সালে টোকিও অলিম্পিক ও প্যারা-অলিম্পিকে বিদেশী দর্শকদের মাঠে বসে দেখার সুযোগ থাকছে না। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের অলিম্পিক আয়োজক কমিটি।

২৩ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। করোনার এই সময়ে কোন ধরণের ঝুঁকি নিতে চায় না জাপান সরকার। তাই বিদেশী সমর্থকদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

২৫ মার্চ মশাল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে না কোন দর্শক। এবারের আসরে ৮০০ মিলিয়ন ডলারের টিকিট বিক্রির পরিকল্পনা ছিল অলিম্পিক কমিটির। এখন বিদেশী সমর্থকরা না এলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে কমিটি

Exit mobile version