Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের

কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বিকেলে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলার সাথে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতি সংঘর্ষে একজন দলীয় কর্মী নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনকে কারো অপকর্মের জন্য ম্লান হতে দেয়া যায় না বলেও জানান ওবায়দুল কাদের।

Exit mobile version