Site icon Jamuna Television

নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন তাসকিন

দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেই নিজের প্রথম ওভারে উইকেট পেলেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে গাপটিল ও নিকোলাসের ব্যাটে ভর করে ৫ ওভারেই ৫০ রান তোলে স্বাগতিকরা। দলে নতুন আসা হাসান মাহমুদ ২ ওভারে ২৮ রান ও মোস্তাফিজুর রহমান চার ওভারে দেয় ২৬ রান। এই দুই পেসারের থেকে কোন সাফল্য না পেয়ে তাসকিনের হাতে বল তুলে দেয় তামিম ইকবাল। তার প্রতিদান দিয়েছেন সেই ওভারেই।

এই ইনিংসে নিজের প্রতম ওভারে মাত্র ১ রান দিয়ে নিউজিল্যান্ডের ভয়ংকর ব্যাটার গাপটিলকে যখন ফেরায় তখন ইনিংসের বয়স ৫ দশমিক ৩ ওভারে। গাপটিল আউট হন ব্যক্তিগত ৩৮ রানে। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ নেন মুশফিকুর রহিম।

Exit mobile version