Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাঁচানোর লড়াই উইন্ডিজের

অভিষিক্ত পাথুম নিসানকার সেঞ্চুরিতে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে শ্রীলঙ্কা। পাশাপাশি ডিকভেলার ৯৬ রানের ইনিংসে ৪৭৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে সফরকারীরা।

জয়ের জন্য ৩৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ। আগের দিনের ২৫৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট হারালেও ১৭৭ রানের জুটি গড়েন নিসানকা ও ডিকভেলা। শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরির দেখা পান নিসানকা। ১০৩ রানে আউট হন তিনি।

তবে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ডিকভেলা। সবমিলিয়ে ৩৭৫ রানের বড় লিড লঙ্কানদের। বিপরীতে শেষ দিনে ম্যাচ বাঁচানো এখন বড় চ্যালেঞ্জ ক্যারিবিয়দের।

Exit mobile version