Site icon Jamuna Television

বর্তমান সরকারের আমলে সবথেকে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে: ফখরুল

ফাইল ছবি।

বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ফখরুল। সরকার মুখে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বললেও বাস্তবতা তার উল্টো বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুদের সম্পত্তি দখল করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার।

Exit mobile version