Site icon Jamuna Television

রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক হেফাজতের

রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এর আগে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা।

চট্টগ্রামের হাটহাজারী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শুক্রবার রাতে হরতাল ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত।

শুক্রবার রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দিয়েছেন। আবদুর রব ইউসুফী বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি।

ইউএইচ/

Exit mobile version