Site icon Jamuna Television

ম্যানচেস্টোর সিটি ছাড়ার ঘোষণা দিলেন অ্যাগুয়েরো

ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিলেন সার্জিও অ্যাগুয়েরো। সিটিজেনদের সাথে আর চুক্তি নবায়ন করবেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন এই আর্জেন্টাইন।

২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানসিটিতে যোগ দেন অ্যাগুয়েরো। পরের মৌসুমেই ম্যানসিটির ইংলিশ লিগ শিরোপা জয়ের অন্যতম কারিগর এই আর্জেন্টাইনই। সিটির হয়ে গেলো এক দশক মাঠ মাতিয়েছেন। ইতিমধ্যেই ২৫৭ গোল করে ম্যানসিটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অ্যাগুয়েরো।

এই আর্জেন্টাইনকে জাঁকালো আয়োজনে বিদায় দেবার সিদ্ধান্তের কথা জানিয়েছে ম্যানসিটি কর্তৃপক্ষ। সিটির হোমগ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়ামে তৈরি করা হবে আগুয়েরোর মূর্তি। গুঞ্জন আছে বন্ধু মেসির সাথে বার্সেলোনা নয়তো পিএসজিতে যোগ দেবেন তিনি।

ইউএইচ/

Exit mobile version