Site icon Jamuna Television

এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো তুরস্কবাসী

তুরস্কে পরিকল্পিতভাবে ভবন ধ্বংসের সময় ক্ষতিগ্রস্ত হলো অন্যান্য স্থাপনা

একেই বলে- হিতে বিপরীত! তুরস্কে পরিকল্পিতভাবে ভবন ধ্বংসের সময় ক্ষতিগ্রস্ত হলো অন্যান্য স্থাপনা।

সোমবার দেশটির ইজমির শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ৮তলা দালান গুড়িয়ে দেয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময়, পাশের পাঁচতলা একটি দালানের ওপর হেলে পড়ে কাঠামোটি। এতে ভেঙ্গে পড়ে অক্ষত বাড়িটির একাংশ।

অবশ্য পূর্ব-সতর্কতা হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয়ায় কেউ হতাহত হয়নি।

Exit mobile version