Site icon Jamuna Television

২ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

২ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সিনেমাটি আগামী ২ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমার পরিচালক ও প্রযোজক সেলিম খান জানান, যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ চলছে, তাই ১০০ সিনেমা হলে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন সিনেমাটি। ইতোমধ্যে হল মালিকদের সঙ্গে কথা বলে ৫২টি সিনেমা হল বুকিং সম্পন্ন করা হয়েছে।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমাটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির চূড়ান্ত অনুমতি পেয়েছে।

Exit mobile version