Site icon Jamuna Television

সৃজিতের নতুন ছবির নায়ক স্বয়ং উত্তম কুমার!

সৃজিতের নতুন ছবির নায়ক স্বয়ং উত্তম কুমার!

বাংলা চলচ্চিত্রের নতুন অধ্যায় শুরু হচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে। নতুন সিনেমা তৈরি করছেন তিনি। নাম ‘অতি উত্তম’। সিনেমার নায়কও থাকবেন উত্তম কুমার। অন্য কোনও অভিনেতাকে দেখা যাবে না তার ভূমিকায়। স্বয়ং মহানায়কই অভিনয় করবেন নিজের চরিত্রে।

জানা যায়, উত্তম কুমারের ৫৪টি সিনেমার ফুটেজ নিয়ে ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাকে। মহানায়কের হাঁটাচলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি; এভাবেই ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন সৃজিত।

Exit mobile version