Site icon Jamuna Television

করোনার কারণে তিতাসের নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনার কারণে তিতাসের নিয়োগ পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে তিতাসের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আগামী ১, ২, ও ৯ এপ্রিলে ৯ম ও ১০ম গ্রেডের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধির কারণে স্থগিত করা হলো।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে।

এছাড়া সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ২ ও ৩ তারিখে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

Exit mobile version