Site icon Jamuna Television

‘নন্দীগ্রামে মমতাকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত’

'নন্দীগ্রামে মমতাকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত'

নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয়দফা ভোট-প্রচারণার শেষদিন এ হুংকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে রোডশো করেন তিনি। দুপুর দেড়টায় হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। রোডশো শেষে, রেয়ারপাড়া শিব মন্দিরে পূজা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাই-ভোল্টেজ আসনের সবশেষ প্রচারণা থেকে বিজেপির কি প্রতিশ্রুতি আসে তার দিকেই ছিলো গোটা পশ্চিমবঙ্গের নজর। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। কারণ, শুধু এ আসনের ভোটাররা নন বরং গোটা বাংলার মানুষই চায় পরিবর্তন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, কোন সন্দেহ নেই- বিপুল ভোটের ব্যবধাণে নন্দীগ্রামে জয়ী হতে যাচ্ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। কারণ, ভোটারদের সবার একটাই অভিমত- পরিবর্তন গোটা বাংলাতেই করতে হবে। কিন্তু, বিধানসভা নির্বাচনে জয়ের সরল রাস্তা- নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো। তাতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় থাকবে না কোন বাধা।

Exit mobile version