Site icon Jamuna Television

জার্মানিতে ৬০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত

আসছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকা

এবার ৬০ বছরের কম বয়সীদের ওপর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিলো জার্মানি। পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় দেশটি।

জার্মান মেডিসিন রেগুলেটরের তথ্য, টিকা গ্রহণকারী ২৭ লাখের মধ্যে ৩১ জনের শরীরে রক্ত জমাট বাধার নজির পাওয়া গেছে।

অ্যাস্ট্রাজেনেকার তরফ থেকে জানানো হয়, টিকার বিস্তারিত ডেটাবেজ নিয়ে জার্মান কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন তারা। একদিন আগেই ৫৫ বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রদান স্থগিত করে কানাডা।

পার্শ্বপ্রতিক্রিয়ার আতঙ্কে যুক্তরাজ্যসহ আরও ২২ দেশও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রেখেছিলো। তবে নিরাপদ প্রমাণিত হওয়ায় আবারও টিকাদান শুরু করে তারা। গত মঙ্গলবারই এ টিকা গ্রহণ করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও তার স্ত্রী।

ইউএইচ/

Exit mobile version