Site icon Jamuna Television

একযোগে পদত্যাগ করলেন ব্রাজিলের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান

প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সাথে মতভেদের জেরে একযোগে পদত্যাগ করলেন ব্রাজিলের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো এমন ঘটনা।

মঙ্গলবার আসে তিন বাহিনীর প্রধানের পদত্যাগের ঘোষণা। প্রতিরক্ষা বাহিনীর ওপর প্রেসিডেন্টের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ করেন তারা। একদিন আগেই আইনপ্রণেতাদের তীব্র ক্ষোভের মুখে বোলসোনারো প্রশাসন থেকে পদত্যাগ করেন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী। মন্ত্রিসভায় রদবদলে বাধ্য হন বোলসোনারো।

২০১৯ এ ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট। কোভিড মহামারি মোকাবেলায় ব্যর্থতার জেরে ক্রমেই কমছে জনপ্রিয়তা। বাড়ছে রাজনৈতিক চাপও। এই মুহূর্তে বিশ্বে করোনার হটস্পট দেশটিতে পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

ইউএইচ/

Exit mobile version