Site icon Jamuna Television

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই নাশকতা চালিয়েছে হেফাজত: আইজিপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম এই নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আইজিপি বেনজীর আহমেদ।

বুধবার সকালে সিএমএইচ-এ আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান আইজিপি।

এছাড়া তারা অনস্পট ঘটনাস্থলে ছিলেন না বলেও জানিয়েছেন বেনজীর আহমেদ। বলেন, তদন্তে শীর্ষ নেতাদের সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version