Site icon Jamuna Television

লকডাউনের ঘোষণায় শহর ছেড়ে গ্রামের পথে মানুষ

লকডাউনের ঘোষণায় শহর ছেড়ে গ্রামের পথে মানুষ

কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাইন। আটকে পড়ার আতঙ্কে ঢাকা ছাড়ছেন অনেকে।

রোববার সকাল থেকে রাজধানীর সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে সবাই লঞ্চে উঠছেন। হঠাৎ করে লকডাউন ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকারের নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এদিকে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

আজ বিকেলে ৫টার পর দূরপাল্লার অধিকাংশ লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এদিকে আগামীকাল সকাল ৬ টা থেকে যাত্রীবাহী নৌযান চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

Exit mobile version