Site icon Jamuna Television

বাংলাদেশ গেমসের আর্চারিতে স্বর্ণ জিতেছে বিকেএসপি

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আর্চারির রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টে আর্মি আর্চারি ক্লাবকে ৬-০ সেটে হারিয়ে স্বর্ণ জিতেছে বিকেএসপি। এদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে বাংলাদেশ আনসারের বিপক্ষে ১৪৮ স্কোর করে স্বর্ণ জিতেছে বিকেএসপি। এই ইভেন্টে প্রতিপক্ষ আনসারের স্কোর ছিলো ১৪৫।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে আর্চারি প্রতিযোগিতায় ১০টি ব্রোঞ্জ মেডেল ম্যাচ সম্পন্ন হয়:

১। রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন শাকিব মোল্লা (বাংলাদেশ আনসার)।

২। রিকার্ভ মহিলা এককে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মেহেনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আর্চারি ক্লাব)।

৩। কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন মো: আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব)।

৪। কম্পাউন্ড মহিলা এককে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন বন্যা আক্তার (বাংলাদেশ আনসার)।

৫। রিকার্ভ পুরুষ দলগতভাবে ব্রোঞ্জ মেডেল অর্জন করে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

৬। রিকার্ভ মহিলা দলগতভাবে ব্রোঞ্জ মেডেল অর্জন করে ঢাকা আর্মি আর্চারি ক্লাব।

৭। কম্পাউন্ড পুরুষ দলগতভাবে ব্রোঞ্জ মেডেল অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

৮। কম্পাউন্ড মহিলা দলগতভাবে ব্রোঞ্জ মেডেল অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

৯। রিকার্ভ মিশ্র দলগতভাবে ব্রোঞ্জ মেডেল অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

১০। কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ব্রোঞ্জ মেডেল অর্জন করে ঢাকা আর্মি আর্চারি ক্লাব।

Exit mobile version