Site icon Jamuna Television

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর পৗর শহরের ট্রাকস্ট্যান্ড এলাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে রিফাত নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও আরও দু’জনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে ট্রাকস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত (১৮) কুকরাইল এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। আহত আল-আমিন (২০) একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে এবং সম্রাট (২০) হরিকুমারিয়া এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া এ ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছে। এছাড়া দুজন চিকিৎসাধীন রয়েছে। পিকআপ গাড়িটি আটক আছে।

ইউএইচ/

Exit mobile version