Site icon Jamuna Television

লকডাউনের নামে ক্র্যাকডাউন করছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

লকডাউনের নামে দেশে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই সুযোগে মিথ্যা মামলা দিয়ে নতুন করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, ১৬ ডিসেম্বরে দেশের বিভিন্ন জায়গাতে সহিংসতার ঘটনায় এরই মধ্যে ১৯১ জনকে আটক করা হয়েছে। অজ্ঞতমানা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজার হাজার নেতা-কর্মীদের।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দেয়ার আহ্বান জানান ফখরুল। বলেন, অন্যথায় যে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ক্ষমতাসীনদের।

Exit mobile version