Site icon Jamuna Television

শাস্তি হতে পারে ভিরাটের

আইপিএলে হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলির আচরণ, লেভেল ওয়ান শাস্তির আওতায় পড়তে পারে। সে ম্যাচে ব্যাট হাতে বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন দলকে। ২৯ বলে ৩৩ রান করে জেসন হোল্ডারের ক্যাচ দিয়ে ফেরার সময় রাগ ধরে রাখতে পারেননি ভিরাট।

ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারির দঁড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন, সাথে আঘাত করেন ডাগ আউটের চেয়ারে। মাঠে এরকম আচরণ চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। ফলে লেভেল ওয়ান শাস্তির আওতায় ম্যাচ রেফারির সিদ্ধান্তে শাস্তি হতে পারে ভিরাট কোহলির।

Exit mobile version