Site icon Jamuna Television

বেলা বাড়ার সাথে সারাদেশে বেড়েছে মানুষের চলাচল

বেলা বাড়ার সাথে সারাদেশে বেড়েছে মানুষের চলাচল

সারাদেশে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন আজ। গত কয়েক দিনের তুলনায় বিভাগীয় ও জেলা শহরের প্রধান সড়কগুলোতে মানুষের চলাচল কিছুটা বেশি দেখা যাচ্ছে।

ক্রেতা-বিক্রেতার সমাগমে জমজমাট হাট-বাজার। শারীরিক দূরত্ব মানা তো দূরের কথা অনেকের মুখেই ছিলো না মাস্ক। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের খুব একটা নজরদারিও দেখা যায়নি। নিষেধাজ্ঞা অমান্য করে নিত্যপণ্যের বাইরেও অনেক দোকান খোলা রয়েছে।

অন্যদিকে আজও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারায় অনেককে জরিমানা করা হয়। গণপরিবহন বন্ধ থাকলেও মহাসড়কে বেড়েছে ট্রাক, লরিসহ জরুরি সেবার যানবাহনের চলাচল।

Exit mobile version