Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বসতভিটা ফিরে পেলেন কল্পনা পাহান

স্টাফ রিপোর্টার:

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর দীর্ঘ ১০ বছর পর নাটোরে আদিবাসি নারী কল্পনা পাহান তার বসতভিটা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা শহরতলীর ‘হাজরা নাটোর’ এলাকার যান। এসময় তিনি কল্পনা পাহানের সাথে কথা বলে তাকে তার বসতভিটায় তুলে দেন। এসময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘হাজরা নাটোর’ এলাকার কল্পনা সুদ কারবারি খুশি বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। এরপর কয়েক ধাপে পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু সুদ বাবদ খুশি বেগম তিন লাখ টাকা দাবি করেন। এরই এক পর্যায়ে তার বসতভিটা দখল করে নেন সুদ ব্যবসায়ী খুশি বেগম।

এ নিয়ে গত ৭ এপ্রিল যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হলে পুলিশ সুপারের নজরে আসে। পরে খুশি বেগমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

Exit mobile version