Site icon Jamuna Television

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টের দল ঘোষণা

দুই টেস্টের সিরিজে অংশ নিতে আগেই শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ দল। ২১ এপ্রিল বুধবার থেকে কেন্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে।

এই টেস্টকে সামনে রেখে মঙ্গলবার বিকালে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

প্রথম টেস্টের দলে আছেন- মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

ইউএইচ/

Exit mobile version