Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

মহামারি করোনাভাইরাসের ছোবল এবার কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরের দেহে। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

আলমগীরের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

তিনি বলেন, ‘উনি (আলমগীর) করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’

এদিকে, আলমগীরের মেয়ে সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। আঁখি বলেন, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই বাবার জন্য।

জানা গেছে, গত ১৪ এপ্রিল রুনা লায়লা ও আলমগীর একসঙ্গে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। কিন্তু টিকা নেয়ার তিন দিন পরই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

ইউএইচ/

Exit mobile version