Site icon Jamuna Television

ওহাইয়ো রাজ্যে পুলিশের গুলিতে মার্কিন কিশোরীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যের কলম্বাসে পুলিশের গুলিতে প্রাণ হারালো ১৬ বছরের মার্কিন কিশোরী। বডিক্যামের ফুটেজ প্রকাশ করেছে ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন।

তাতে দেখা যায়, একদল তরুণের মধ্যে হাতাহাতি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিলেন দায়িত্বরত পুলিশ। এ সময় এক তরুণীকে হামলার উদ্দেশ্যে এলোপাথাড়ি ছুরি চালায় মা-খিয়া ব্রায়ান্ট। ১৬ বছরের কিশোরীকে থামাতেই চার দফা গুলি ছোঁড়ে পুলিশ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যায় ওই কিশোরী।

কলম্বাস প্রশাসন জানায়, অভিভাবকহীন মেয়েটি স্থানীয় শিশু তদারকি সংস্থার দায়িত্বে ছিলো। ঘটনাটিকে হৃদয়বিদারক-ভয়াবহ আখ্যা দিয়েছেন কলম্বাস মেয়র। একইসাথে পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version