Site icon Jamuna Television

জয় নাকি ড্র, কোন পথে বাংলাদেশ

টেস্ট খেলা কাকে বলে, কিভাবে টেস্ট খেলতে হয় তা সুনির্দিষ্ট করে দেখিয়ে দিচ্ছেন বাংলাদেশের দুই ব্যাটার তামিম ইকবাল ও মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ড্র করাই তাদের মুল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর তামিম মুমিনুলরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৬।

১০৭ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একেবারেই কাছিমের গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। আগের দিনের সেঞ্চুরিয়ান আজকে নিজের যোগ্যতার প্রমান দিতে পারেননি। নাজমুল হাসান শান্ত মাঠ ছেড়েছেন শূন্য রানে।

আরেক ওপেনার সাইফ হাসান প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছে বাংলাদেশের দর্শকদের। মাত্র এক রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই তরুণ ব্যাটার। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ইকবাল করেছেন ৬৭ বলে ৭০ রান। আর ৫০ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন মুমিনুল হক।

Exit mobile version