Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ২ ডোজ টিকা গ্রহণকারীদের মাস্ক পরার বিষয়ে কড়াকড়ি শিথিল

যুক্তরাষ্ট্রে ২ ডোজ টিকা গ্রহণকারীদের মাস্ক পরার বিষয়ে কড়াকড়ি শিথিল

দুই ডোজ টিকা গ্রহণকারীদের মাস্ক পরার বিষয়ে কড়াকড়ি শিথিল হয়েছে যুক্তরাষ্ট্রে। বড় ধরনের জমায়েত ছাড়া খোলা স্থানে মাস্ক পরার প্রয়োজন নেই তাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। বলেন, দেশটিতে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ এক ডোজ এবং এক-তৃতীয়াংশের বেশি দুই ডোজ টিকা নিয়েছেন। তাই ভাইরাস বিস্তারের আশঙ্কা কমায় মাস্কের বিষয়ে নমনীয় হয়েছে প্রশাসন।

অবশ্য কর্মক্ষেত্রে বা বদ্ধ জায়গার ক্ষেত্রে আগের নীতিমালাই থাকবে আপাতত। আর যারা ভ্যাকসিন নেয়নি প্রকাশ্যে তাদের মাস্ক পরতে হবে আগের মতোই।

Exit mobile version