Site icon Jamuna Television

করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ বাজারে আনবে ফাইজার

চলতি বছর শেষ নাগাদই করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ বাজারের আনবে ফাইজার। মঙ্গলবার সিএনবিসি’কে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিষ্ঠানটির সিইও অ্যালবার্ট বোরলা।

তিনি বলেন, মুখে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে ওষুধটি। কোভিডের নতুন নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদ জানান তিনি। যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামে চালানো ট্রায়ালে সাফল্যের দাবিও করেন অ্যালবার্ট।

তিনি আরো জানান, দু’টি অ্যান্টিভাইরালের পরীক্ষা চালাচ্ছেন তারা। এগুলোর একটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগের জন্য। অপরটি খাওয়ার। মুখে ব্যবহারের ওষুধের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে ফাইজার। কারণ, এতে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা কমে যাবে।

Exit mobile version