Site icon Jamuna Television

করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা নেই: কাদের

করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা নেই: কাদের

ফাইল ছবি।

করোনা মোকাবেলায় রাজনীতি না করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় মন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝ ছেলে শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন। বুধবার সকালে দলের পক্ষ থেকে বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় শেখ জামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। রাশিয়ার কাছ থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশ থেকে আরও ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে সরকার।

Exit mobile version