Site icon Jamuna Television

অন্তত ১৭টি দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট

বিশ্বের অন্তত ১৭টি দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। মঙ্গলবার মহামারি বিষয়ক সাপ্তাহিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে B-1617 ভাইরাসের ১২শ’য়ের বেশি সিকোয়েন্সের কথা জানায় ডব্লিউএইচও। যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় ভারতীয় ‘ডাবল মিউট্যান্ট’ এ প্রজাতি বেশি সংক্রামক বলেও জানায় সংস্থাটি। এছাড়া ভাইরাসের এই প্রজাতিটি বৃদ্ধি লাভও করে খুব দ্রুত। যা বিশ্বের যেকোনো দেশের জন্যই উদ্বেগজনক বলে জানায় ডব্লিউএইচও। করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় চলতি বছরের শুরুতে। ধারণা করা হচ্ছে, দেশটিতে মহামারির এখনকার ভয়াবহতার জন্য দায়ী করোনার এ প্রজাতি।

Exit mobile version