Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীদের ন্যুনতম মজুরি বাড়ছে

যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীদের ন্যুনতম মজুরি বাড়ছে

যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীদের ন্যুনতম মজুরি বাড়ছে। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশবলে ঘণ্টাপ্রতি ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে মজুরি।

হোয়াইট হাইজের তরফ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। বলা হয়, বর্তমান ১০ দশমিক ৯৫ ডলার থেকে ৩৭ শতাংশ বাড়ানো হবে মজুরি। যা কার্যকর হবে আগামী বছরের মার্চ থেকে। সরকারের নতুন সিদ্ধান্তের সুবিধা ভোগ করবে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন খাতের শ্রমিকরা। সবশেষ বারাক ওবামার আমলে বেড়েছিলো কর্মীদের বেতন। বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে কর্মীরা।

Exit mobile version