Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা

প্রলোভন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন জান্নাত আরা ঝর্ণা।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মামলায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এই নারী। এছাড়া, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে কৌশলে তাকে নিয়ে যাওয়া হয় বলে উল্লেখ করেন তিনি। এখন পর্যন্ত সব ঘটনার জন্য মামুনুলের ষড়যন্ত্রকে দায়ী করেন জান্নাত আরা। পুলিশ জানিয়েছে, এরইমধ্যে বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version