Site icon Jamuna Television

করোনায় মৃত্যু বলিউড অভিনেতা বিক্রমজিতের

করোনায় মৃত্যু বলিউড অভিনেতা বিক্রমজিতের

আবারও করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বলিউড অভিনেতা বিক্রমজিৎ কঁওয়ারপাল। ৫২ বছর বয়সে শনিবার (০১ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে।

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অশোক পণ্ডিত। টুইটারে তিনি লেখেন, আজ সকালে কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। তার পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা।

২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন বিক্রমজিৎ। মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। অবসর প্রাপ্ত এ সেনা কর্মকর্তাকে দেখা গেছে ‘হিরোইন’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হে বেবি’-র মতো সিনেমা। এছাড়া অনেক সিনেমা এবং ছোটপর্দায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।

Exit mobile version