Site icon Jamuna Television

কঠোর বিধিনিষেধ চলবে ১৬ মে পর্যন্ত

কঠোর বিধিনিষেধ চলবে ১৬ মে পর্যন্ত

করোনা পরিস্থিতির মধ্যে চলমান বিধিনিষেধ আবারও বাড়াল সরকার। এই বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত চলবে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে এ কথা জানান। তিনি বলেন, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। এছাড়া লঞ্চ ও ট্রেন চলাচলও বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আজ সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

Exit mobile version