Site icon Jamuna Television

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড।

করোনায় নাকাল পুরো ভারত। প্রতিদিন সংক্রমিত হচ্ছে তিন লাখের বেশি মানুষ। এরই মধ্যে আইপিএল চালু রেখে বেশ সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। বায়োবাবলসের মধ্যে থেকেও করোনা আক্রান্ত হন কলকাতার দুই ক্রিকেটার।

মঙ্গলবার দিল্লি ও হায়দ্রাবাদের দুই ক্রিকেটার আক্রান্ত হন করোনায়। এমন অবস্থায় বাতিল করা হয় কলকাতা-ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ। সবমিলিয়ে আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইউএইচ/

Exit mobile version