Site icon Jamuna Television

বিচ্ছেদ ইস্যুতে বিল গেটসের সঙ্গে নিজের তুলনা করলেন ফারিয়া

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস সংসার জীবনের ইতি টেনেছেন। ২৭ বছর একসঙ্গে থাকার পর তাদের উপলব্ধি আর এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। তাই সোমবার টুইটারে বিচ্ছেদের ঘোষণা দিলেন সেলিব্রেটি জুটি।

বিশ্বের অন্যতম ধনী এই দম্পতির বিচ্ছেদ নিয়ে তোলপাড় দুনিয়াজুড়ে। বাংলাদেশও এর বাইরে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের। কেউ কেউ বিল গেটস ও মেলিন্ডার ছবি ফেসবুকে শেয়ার করে কটু মন্তব্যও করেছেন।

আলোচিত এই বিচ্ছেদে কেউ কেউ আক্ষেপও করছেন। তাদেরই একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিল গেটসের বিচ্ছেদের খবরের পর ছোট পর্দার এই অভিনেত্রী নিজের ফেসবুকে ভোরে লিখেছেন, ‘বিল গেটস আর আমি অন্তত একদিক দিয়ে সেইম লেভেলে (একই কাতারে) আছি, এইটা ভেবে আজকে ঘুমটা ভালো হবে! শুভ সকাল।’

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। তবে বিচ্ছেদ নিয়ে মুখরোচক খবর না ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিবৃতি দেন তারা।

ইউএইচ/

Exit mobile version